শরীয়তপুর ভেদরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করলেন মহিষার বেগম’পুর মহিষার স্কুল & কলেজের অধ্যক্ষ “মোঃ শাহে আলম দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪ রাকিব হোসাইন//আজ বুধবার সকাল থেকেই স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ ও”অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে থাকে পরে শিক্ষার্থীরা স্কুল অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সকাল থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন দেখে অধ্যক্ষ সকালে ক্যাম্পাস ত্যাগ করে বের হয়ে যায়। তবে সকালে তোপের মুখে ক্যাম্পাস ত্যাগ করলেও পড়ে দুপুরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের শান্ত করতে আসলে।তখন তিনি শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপক তোপের মুখে পড়ে কয়েক ঘন্টা সহকারি অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ থাকার পরে আন্দোলন তীব্র আকার ধারণ করলে পড়ে দুপুর সাড়ে তিনটার দিকে, পদত্যাগ করতে বাধ্য হোন পরে পদত্যাগ করার সাথে সাথে ক্যাম্পাস থেকে দ্রুত বের হয়ে চলে জান তিনি। শিক্ষার্থীরা জানান সকাল থেকে মহিষের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ “মোঃ শাহে আলম এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন।বিক্ষপ্ত শিক্ষার্থীরা আরো জানান বিগত স্বৈরাচার আওয়ামী-লীগের আমলে অধ্যক্ষ” মোঃ শাহে আলম দলীয় ক্ষমতা দিয়ে নিয়মের বাইরে গিয়ে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা আদায় সহ বিভিন্ন অপ-কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন তার এই অপকর্মের কারণে শিক্ষার্থীরা তাকে পদত্যাগের দাবি জানিয়েছেন।অধ্যক্ষ “মোঃ শাহে আলম – তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো অস্বীকার করে ভিত্তিহীন অযৌক্তিক বলে দাবি করেছেন তবে তিনি যা করেছেন তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করেন বলে জানান তিনি। SHARES সারা বাংলা বিষয়: