কেন্দুয়ায় ২৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫জনের বিরুদ্ধে মামলা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম (৭০) কে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে ।সোমবার ( ৯সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃত মতিউর রহমানের পুত্র বলাইশিমুল গ্রামের বাসিন্দা মাহাবুব আলম বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে বিজ্ঞ আদালতের নির্দেশে কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন ।

মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে মাইকিং করার সময় বলাইশিমুল আমলীতলা বাজারে আতিক মিয়ার চায়ের দোকানের সামনে উল্লেখিত আসামিগণ বাধা প্রদান, মারধর, গাড়ি ভাংচুর ও দুটি মাইক আগুনে পুড়িয়ে দেয় ২০১৮ সালের ২৫ ডিসেম্বর । এরই আলোকে এই মামলা দায়ের করা হয় ।এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করা হয়েছে । আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।