সিরাজগঞ্জে স্ত্রীর মুখে এসিড ছুড়ে মারল স্বামী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্বামী মোতালেব হোসেনের ছুড়ে মারা এসিডে স্ত্রী শানু খাতুনের মুখমণ্ডলসহ শরীর ঝলসে গেছে।

দাম্পত্য কলহের জেরে শুক্রবার ভোরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ শানু সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় গ্রামবাসী স্বামী মোতালেব হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. মোস্তফা কামাল রিপন জানান, মোতালেব দুই বছর আগে উপজেলার আমশাড়া গ্রামের আশরাফ আলী প্রামাণিকের মেয়ে শানু খাতুনকে বিয়ে করেন। তিনদিন আগে শ্বশুরবাড়ি থেকে তার স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন মোতালেব।

রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ভোরে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেন তিনি। এ সময় শানুর চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, শানুর গলা ও মুখমণ্ডলের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তবে তিনি এখন মোটামুটি আশঙ্কামুক্ত রয়েছেন।

রায়গঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজাতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।