গুরুদাসপুর উপজেলা ২টি ইউনিয়নে এক সঙ্গে টি সি বির পণ্য বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

 এস এম পারভেজ তালুকদার ।। গুরুদাসপুর উপজেলার ২ নং বিয়াঘাট ইউনিয়ন পরিষদে ১/১২/২৪ রবিবার সকল ৯ টার সময় পরিষদের নিজ কার্যালয়ে  ১৬৩৯ জন সুবিধাভোগী  কার্ড প্রাপ্ত  মানুষের মাঝে টি সি বির পণ্য বিতরণ শুভ উদ্বোধন করেন মোঃ মিজানুর রহমান সুজা চেয়ারম্যান বিয়াঘাট ইউনিয়ন পরিষদ, এসময় উপস্থিত ছিলেন  অত্র  পরিষদের সচিব মোঃ আব্দুল হান্নান, ডিলার মোঃ আলামিন হোসেন, সহ পরিষদের মেম্বার বৃন্দু, এসময় সকল সাধারণ মানুষের হাতে  এ পণ্য তুলে দেয়া হয়। তেমনি  সুবিধাভোগী মানুষের মাঝে  খুবজীপুর ইউনিয়ন পরিষদে সকাল ১০ টার সময়  টি সি বির পণ্য বিতরণের শুভ উদ্বোধন করেন  মোঃ মনিরুল ইসলাম দোলন চেয়ারম্যান খুবজীপুর ইউনিয়ন পরিষদ,  এসময়  উপস্থিত ছিলেন  গুরুদাসপুর  উপজেলা আই, সি, টি, অফিসার  মোঃ  মাহাবুর রহমান, সচিব  মোঃ আজাহার হোসেন,  ডিলার মোঃ নুর মোহাম্মদ স্বপন, মেম্বার মুন্নফ প্রাং সহ অনেকে, এসময় সকল কার্ড  প্রাপ্ত মোট ১১৩০ জন মানুষের  হাতে টিবসিবির পণ্য  তুলে দেয়া হয় ।