কেন্দুয়ার মেয়ে নীরার গানবাজ জুনিয়রে অডিশন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

কোহিনূর আলম।।নতুন প্রজন্মের প্লাটফর্ম এটিএন (ATN) বাংলার ‘গানবাজ জুনিয়র’ অডিশনে অংশগ্রহণ করবেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সুলতানা ইফাত আলম নীরা ।আগামী সোমবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০মিনিটে এ অডিশন অনুষ্ঠিত হবে । সুলতানা ইফাত আলম নীরা ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন ।  তিনি তার মায়ের সাথে ঢাকায় থাকেন । তার গ্রামের বাড়ি উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজার । তার বাবা-মা দু’জনেই স্ব স্ব স্থনে অধিষ্ঠিত । বাবা নুরুল আলম মোহাম্মদ নিপু বিচার বিভাগের জেলা ও দায়রা জজ । বর্তমানে সিলেটের বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান হিসাবে কর্মরত ।মা ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গালর্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্বরত ।জানা গেছে নীরার দাদা মরহুম আব্দুল খালেক মাষ্টার ছিলেন কেন্দুয়া উপজেলার একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ।এ বিষয়ে নীরার বাবা নুরুল আলম মোহাম্মদ নিপু জানান, পড়াশোনার পাশাপাশি আমার বড় মেয়ে নীরা ভীষণ রকম গান পাগল । সে ভবিষ্যতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংগীতালয় ভারতের শান্তি নিকেতনে সংগীতের উপর পড়াশুনা করতে চায় । ছোটবেলাতেও সে বাংলাদেশ টেলিভিশন ও দুরন্ত টিভিতে গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে । সবাই তার জন্যে দোয়া করবেন  ।