শিবচরে জমি দখল করতে গিয়ে সংঘর্ষ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪ আব্দুল গাফফার রাকিব ।।মাদারীপুরে শিবচর থানার নিলখী ইউনিয়নে চর কামার কান্দি গ্রামের মোহাম্মদ সিরাজ মাতুব্বর ও গেনু মাতুব্বর উভয় পিতা আনারদ্দিন মাতুব্বর ৫ ই আগষ্ট ফ্যসিস্ট সরকার পতনের পর থেকে শুরু করে এলাকার মানুষের জমি দখল ও মানুষের ফসল লুটপাট করে খাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নিরীহ আব্দুস সালাম মাতুব্বর বলেন তার পিতা আজাহার মাতুব্বর এর ক্রয় কৃত সম্পত্তি রেকর্ড হওয়ার পরেও গম চোর সিরাজ মাতুব্বর ও তার ভাই গেনু মাতুব্বর আমার জমি চাষ করতে দিচ্ছে না আমি চাষাবাদ করতে গেলে আমাকে গেনু মাতুব্বর এর স্ত্রী অকথ্য ভাষায় গালাগালি করেছে পরে সিরাজ মাতুব্বর টেটা নিয়ে আসছে আর গেনু নিয়ে আসছে দেশিও লোহার অস্ত্র ওরা আমাকে মেরে ফেলতে চায় আমি এখনের জীবন নিয়ে শংকার মুখে আছি। ইতি পূর্বে সিরাজ মাতুব্বর আমার ৭ টা চাম্বল গাছ নিয়ে গেছে জোর পূর্বক।নাম প্রাকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন সিরাজ মাতুব্বর এলাকার শালিশী কে অমান্য করে এধরণের কার্যকলাপ করতেছে।ভূইচষা ট্রাকচালক মুহাসিন খান বলেন আমি ভুই চষতে গেলে সিরাজ মাতুব্বর ও গেনু মাতুব্বর আমাকে প্রাণ নাষের হুমকি দিয়ে বলে তুই এই জমি থেকে সরে যা নাহলে তোর ট্রাক্টর আগুন দিয়ে জালাইয়া দিবো। SHARES সারা বাংলা বিষয়: