কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের মর্মান্তিক আত্মহত্যা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

মুহাঃ বাবুল হুসাইন।।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামে নূর ইসলাম মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নূর ইসলাম মোল্লা পাঁচ সন্তানের জনক ছিলেনপরিবারের সদস্য ও এলাকাবাসী জানিয়েছেন, নূর ইসলাম দীর্ঘদিন ধরেই অভাব-অনটন ও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। জীবিকার তাগিদে এক সময় তিনি ঢাকায় রিকশা চালাতেন। তবে কয়েক বছর আগে তিনি গ্রামে ফিরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। পরদিন বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়ির পাশে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তার মৃতদেহ নামিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভাব-অনটন ও শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।