হাসিনার ষড়যন্ত্র অব্যহত আছে, আশেপাশে এখনো অনেক আওয়ামী প্রেতাত্বা ঘোরাফেরা করছে; ফজলে হুদা বাবুল। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪ নওগাঁ জেলায় বদলগাছী উপজেলার বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয় মাঠে আধাইপুর ইউপিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ঘোষিত ৩১দফার আলোচনা ও সম্প্রতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল এই কথা বলেন।গতকাল শুক্রবার ২০শে ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়।উপজেলার আধাইপুর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক রুহুল আমিন ইনসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী,এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম,সাইদুর রহমান কেটু,সাইদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক বেনজির আহাম্মেদ,প্রচার সম্পাদক আবু রায়হান গিটার,ক্রীড়া সম্পাদক ইউনুছার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা, কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,,সদস্য রবিউল হাসান,ছাত্রদলের সদস্য সচিব সুমন হোসেন,উপজেলা মহিলা দলের সদস্য মুনিরা সুলতানা।সহ উপজেলা বিএনপি অংগসংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, আমার নেতা বাংলাদেশের স্বাধীনতার জনক,বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক,বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তা,বাংলাদেশের স্বাধীনতার ঘোষক,রনাঙ্গনের মুক্তিযোদ্ধা,বীর প্রতিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে এই দেশ সুরুক্ষা হয়েছে।তিনি বলেন, আওয়ামীলীগ আর পঞ্চাশ কেন একশো বছরেও আসতে পারবেনা।এই হাসিনা শুধু মুসলমান মারেনি, এই হাসিনা শুধু ইসলামিক চিন্তাবিদদের ফাঁসি দায়নি, এই হাসিনা আমার হিন্দু ভাইদের মেরেছে,ঐ কুড়িগ্রামে মেরেছে,ঐ সাতক্ষীরায় মেরেছে,ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগরে মেরেছে,কক্সবাজারের রামুতে মেরেছে, একটা হিন্দু হত্যা মামলার তারা বিচার করেনি, তারা হিন্দুদের অর্পিত আইন এখনো তুলে দেয়নি। হাসিনার ষড়যন্ত্র অব্যহত আছে, আশেপাশে এখনো অনেক আওয়ামী প্রেতাত্বা ঘোরাফেরা করছে,এদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন,ছাত্রলীগ পাবেন রশিদিয়ে বেঁধে পুলিশকে খবর দিবেন ছাত্রলীগকে নিয়ে যেয়ে তার বিচার করা হবে।তিনি আরও বলেন, দলের কাম যখন করতে এসেছেন, সমাজের সেবায় নিজেকে নিযুক্ত করবেন।আপনি কিছু পাওয়ার জন্য রাজনীতি করতে আসবেন না, সেটি বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি নয়।শহীদ জিয়া খাল কেটেছে কোদাল হাতে,শহীদ জিয়া ইরি ধান নিয়ে এসেছে, শহীদ জিয়া শ্রমিকদের জন্য গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছে। SHARES সারা বাংলা বিষয়: