বান্দরবান সুয়ালক ইউনিয়নের তুলাতলী এলাকায় আওয়ামী ফ্যাসিষ্টদের দোসর কতৃক চাঁদাদাবী ও কাজে বাঁধাদানের প্রতিবাদে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪ দীপংকর মল্লিক।। বান্দরবান ০৪নং সুয়ালক মৌজার কাইচতলী ও তুলাতলী রামদাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর প্রায় ২২০ জন সদস্য রয়েছে। অত্র সমিতির মাধ্যমে বান্দরবান জেলা নির্বাহী প্রকৌশলী এলজি ইডি মাধ্যমে রামদাখালের উপর দুটি ডাব্লিআর এস এবং সমিতির অফিস ঘর নির্মাণ করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন দেওয়ার পর থেকে উক্ত প্রকল্পের মাধ্যমে এলাকার দরিদ্র নারীদের সেলাই মেশিনের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ নেওয়া নারীদের মাঝে ১৫ টি সেলাই মেশিন দেওয়া হয়েছে এবং সমিতির প্রায় ১০০ জন পুরুষ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের মাঝে কৃষি,মৎস্য, গবাদি পশু দেওয়া হয়েছে সেই সাথে সচেতন বিষয়ের উপরও বিভিন্ন প্রশিক্ষণ প্রধান করা হয়েছে। অত্র এলাকার ও বাইরের কিছু আওয়ামী লীগের দোসর এলজি ইডি কতৃক প্রকল্প না করার জন্য বিভিন্ন সময় সমিতি ও সংশ্লিষ্ট ঠিকাদার কে বাঁধা প্রধান করে আসছে সেই সাথে সমিতি ও সংশ্লিষ্ট ঠিকাদার থেকে চাঁদা দাবি করে বলে জানান অত্র এলাকার জনসাধারণ।সমিতি ও সংশ্লিষ্ট ঠিকাদার চাঁদা না দেওয়ার কারণে কাজ বন্ধের জন্য তারা বিভিন্ন সময় উক্ত প্রকল্পের বিরুদ্ধে বহিরাগত ভাড়া করা লোকজন নিয়ে প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন করেন বলে জানা গেছে। যা বিভিন্ন অনলাইন ও পত্রিকায় নিউজ করা হয়েছে।সমিতির লোকজন জানান প্রশাসন এবং সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য উপস্থাপন করেন।প্রকল্প বিরোধীরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করবে বলে মাইকিং করলে অত্র এলাকার লোকজন মাইকিং করার কারণে এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে জানিয়েছেন এলাকার জনসাধারণ। SHARES সারা বাংলা বিষয়: