ঘর পোড়া মামলায় অপরাধীদের দ্রæত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪ মোঃ শাহজালাল।। বরগুনা জেলার বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের বেতমোড় এলাকায় জাফরের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একই এলাকার ফারুক মোল্লাসহ তার দলীয় সন্ত্রাসীরা। এতে জাফরের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় বরগুনা প্রেসক্লাবে ঘর পোড়ায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেল করেন জাফর। জাফর তার লিখিত বক্তবে বলেন, ফারুক মোল্লা গংদের সাথে আমার জমিজমা নিয়ে পূর্ব হইতে চলমান বিরোধ থাকার কারনে তারা আমাদের ক্ষতি সাধন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ও সুযোগ খুজিতে থাকে। আমি স্বপরিবারে বরগুনা থাকি। বাড়ীতে আমার বৃদ্ধ মা বাবা থাকে। আমার বাবা মা ঘরে তালা লাগাইয়া বাড়ী হইতে আমার নিকট বরগুনা বেড়াইতে আসে। এই সময় ফারুক মোল্লা সহ তার দলীয় সন্ত্রাসীরা বিগত ১৭ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ৩.০০ টার সময় আমার ঘর খানা আগুন দিয়া জ¦লাইয়া দেয়। আমি ঘটনা স্থানে যাইয়া আমার জ¦লন্ত ঘরের আগুন আশপাশের বাড়ীর অনেক লোকজন আগুন নিভাইতে চেষ্টা করে। কিন্তু ঘর খানা আগুন হইতে রক্ষা করতে পারে নাই। এলাকার লোকজনের মারফত জানিতে পারি ফারুক মোল্লা, বেল্লাল মোল্লা, ফরিদ মোল্লা, পনু মোল্লা, রহিম মোল্লা সহ তাদের দলীয় আরও ৪/৫ জন সন্ত্রাসীকে নিয়ে বেআইনী জনতাবদ্ধে আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে আমার দক্ষিণ ভিটির বসত ঘর খানা আগুন দিয়া জ¦ালাইয়া দেয়। উল্লেখ যে অভিযুক্ত বেল্লাল মোল্লা ঘটনার চার দিন আগে আমাদেরকে জবাই করে হত্যার হুমকি দেয়।এ ঘটনায় জাফর ১৮ ডিসেম্বর বেতাগী থানায় ৫জন সহ আরও অজ্ঞাতনাম ৪/৫ জনের নাম উল্লেখ করে জি,আর ১১৯/২৪ নং মামলা দায়ের করে। কিন্তু পুলিশ অদ্য পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে পারে নাই।এই ফারুক মোল্লা গংরা একটি জালিয়াত চক্র। তাদের কোন স্বত্ত¡ দখল না থাকা সত্তে¡ও সম্পূর্ন গায়ের জোড়ে তাদের জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করলে তারা বাধাঁ দেয়। উক্ত সন্ত্রাসীরা জাফরের বসত ঘর জ¦ালাই দিয়া প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি করে।স্থানীয় সূত্রে জানা যায় স্কুল শিক্ষিকা নাজমা আক্তার ও তার স্বামী জাফর মোক্তার বরগুনা শহরে নিজেদের বাসায় থাকেন পুড়ে যাওয়া গ্রামের বাড়িতে তার মা-বাবা থাকতেন। তারা ছুটিরদিনে গ্রামের বাড়ীতে আসতেন। তার বৃদ্ধ মা-বাবা বরগুনা শহরের তার বাসায় বেড়াতে যায়। এই সময় ফারুক মোল্লা তার সন্ত্রাসী দলবলসহ ১৭ ডিসেম্বর তার বসত ঘরে আগুন দেয়। বুধবার গভীর রাতে প্রতিবেশীরা বসতঘরে আগুন লাগা দেখতে পেয়ে তাদের কে খবর দেয় এরপরে মসজিদের ইমামের মাধ্যমে মাইকিং করে সবাইকে আগুন নেবানোর জন্য এগিয়ে আসতে বলেন কিন্তু প্রতিবেশীরা আগুন নিভাতে এগিয়ে আসতে আসতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিবাতে এসে স্থানীয়রা ফারুক মোল্লাসহ তার সন্ত্রাসীসের হাতে পেট্টলের কন্টিনিয়ার দেখতে পায়।এদিকে স্কুল শিক্ষিকা নাজমা আক্তার ও তার স্বামী দলিল লেখক জাফর হোসেন এই ঘটনার সাথে জড়িত ফারুক মোল্লা, বেল্লাল মোল্লা, ফরিদ মোল্লা, পনু মোল্লা ও রহিম মোল্লাদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেছেন প্রশাসনের কাছে।এই ঘটনায় বেতাগী থানার অসি ফারুক বলেন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করে সন্ত্রাসী ও জালিয়াত চক্রের মুখোশ উম্মেচন করে প্রশাসনের দৃষ্টি গোচর করার জন্য অনুরোধ জানায় তারা। SHARES সারা বাংলা বিষয়: