সিরাজগঞ্জ বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের মোজাদ্দেদীয়া আনসার, জনাব আবু সাঈদ ইন্তেকাল করেছেন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫
হাফিজ উদ্দিন মোহাম্মদ হক।। দরবারে শাহানশাহে তরিকত, বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবার শরীফের মোজাদ্দেদীয়া আনসার, এনায়েতপুর উত্তরপাড়া নিবাসী জনাব আবু সাঈদ ভাই আজ সকাল ৬ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এনায়েতপুর মন্ডলপাড়া কবরস্থানে বাদ যোহর জানাজা নামাজ আদায় করা হবে।মহান আল্লাহ তায়া’লা তাঁর মহান ওলী হযরত খাজাবাবা শাহ এনায়েতপুরী রঃ এর খাতিরে, দয়াল নবীজি সাঃ এর শাফায়াতে আবু সাঈদ ভাইকে  ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন।