সীমান্তে বিজিবির বাধায় পণ্ড বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ ছাইদুল ইসলাম। । নওগাঁর ধামইরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বাধায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি। বিজিবি জানায়, বেলা সাড়ে এগারোটার সময় পত্নীতলা ১৪ বিজিবির নিয়ন্ত্রণাধীন উপজেলার বস্তাবর সীমান্তে ২৬১ থেকে ২৬২ পিলারের মাঝখানে ৬৫০ গজ কাঁটাতারের বেড়াবিহীন অংশে ভারতীয় ১৩৭ বিএসএফ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন ডাংগী বিওপির বিএসএফ সদস্যরা ভেকু মেশিন দিয়ে ঘাস ও ছোট গাছপালা পরিষ্কার করতে থাকে। বিজিবি আরও জানায়, এসময় বস্তাবর বিওপির বিজিবির সদস্যরা দেখতে পেয়ে তাদেরকে বাধা প্রদান করেন।এ ঘটনায় বাংলাদেশের পক্ষে ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন ভরতের ১৩৭ বিএসএফের কমান্ডিং অফিসারের সঙ্গে এক মতবিনিময়ের সময় সমঝোতার ভিত্তিতে আপাতত ওই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। SHARES সারা বাংলা বিষয়: