ওসমানীনগরের নদীতে প্লাস্টিকের বোতল ব্যবহার পরিবেশ হুমকির মুখে 

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
শরীফ আহমদ চৌধুরী।। শরীফ আহমদ চৌধুরী ওসমানীনগর (সিলেট)সংবাদদাতাঃ  সিলেটের ওসমানীনগর উপজেলার ২ নং সাদীপুর ইউনিয়নের বেড়ি নদীর তলদেশে প্লাস্টিকের অসংখ্য ছোট ছোট  খাঁচা এবং ভাসমান লক্ষ লক্ষ  প্লাস্টিকের বিভিন্ন  ধরনের বোতল ব্যবহার করায়  পরিবেশ  হুমকির মুখে। সরেজমিন পরিদর্শনে দেখা যায় বেড়ি নদীতে  বিভিন্ন প্রকারের ভাসমান প্লাস্টিকের বোতল ব্যবহার করায় পাল্টে গেছে  নদীর  চিরচেনা  রূপ। এনিয়ে দীর্ঘদিন থেকে এলাকার সচেতন মহলে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এবিষয়ে নদীতে বোতল দেখার দায়িত্ব থাকা  রাসেল  মিয়া নামক একজনের সাথে  আলাপ কালে তিনি জানান বোতল ও প্লাস্টিকের খাঁচা ব্যবহার করে ঝিনুক চাষ করছেন চায়নার লোকজন সহ স্থানীয় একাধিক লোকজন।  এঝিনুক চায়নার লোকজন খাওয়ার জন্য নদীতে  চাষ করেছেন। এই এলাকার মহিলা মেম্বার রেবা রানী সূত্রধর এর সাথে মোবাইল ফোনে আলাপ কালে তিনি বলেন লোকমুখে শুনেছি তবে এ বিষয়ে আমার কিছু জানা নেই।  উক্ত বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মাশরূপা তাসলিম জানান ঝিনুক চাষের স্থান পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্টরা অনুমতি পত্র দেখাতে পারে নাই। তবে নদী থেকে প্লাস্টিক সামগ্রী অপসারণ করা হলে পরিবশের কোন ক্ষতি হবেনা। নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবদিনের সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি বলেন আমি নতুন এসেছি বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখব।