পাইকড় সততা ক্লাবের উদ্যোগে এক বিশাল ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ মোঃ আবু সাঈদ।। বগুড়া কাহালু উপজেলার পাইকড় সততা ক্লাবের উদ্যোগে বিশাল ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় যে দুইটি দল অংশগ্রহন করেন সেটি হল। মা-বাবার দোয়া ফানীচার মুরাইল বনাম বাতই ফুটবল একাদশ। খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বাবর আলী ইউ,পি সদস্য পাইকড় ইউনিয়ন পরিষদ। সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ইউ,পি সদস্য পাইকড় ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খোরশেদ আলম ঘটু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাইকড় ইউনিয়ন পরিষদ।বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুবেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাইকড় ইউনিয়ন যুবদল। আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলার ফলাফল মা-বাবার দোয়া ফানীচার ১-বাতই ফুটবল একাদশ ০,পুরুস্কার হিসেবে ছিলেন বিশাল বড় রাম ছাগল এবং রানার্সআপ দল একটি রাজহাঁস। SHARES সারা বাংলা বিষয়: