ধরা ছুয়ার বাহিরে তিতাস উপজেলা শীর্ষ সন্রাসী আওয়ামিলীগ নেতা হাজী নাছির উদ্দীন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
কুমিল্লা তিতাস উপজেলার আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দীন  সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদুর রহমান এর পুত্র বন্ধু পরিচয় এলাকায় বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করে তিতাস উপজেলা ত্রাস এর রাজত্ব বিস্তার করেন। হাজী নাছির উদ্দীন সাবেক এমপি সেলিনা আহমেদ মেরি সাথে ২০১৮ নির্বাচন এর অবৈধ ভাবে ভোট কেটে আলোচনা আসে হাজী নাছির উদ্দীন।  তার পর থেকে তার পিছনে ফিরতে হয়নি। হাজী নাছির উদ্দীন তিতাস উপজেলা আওয়ামিলীগ এর ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ এর নমিনেশন বিক্রি ও নমিনেশন পায়ে দেওয়ার কথা বলে কয়েক হাজার কোটি টাকা আত্মৎ করেন।আওয়ামিলীগ নেতা হাজী নাছির উদ্দীন স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদুর রহমান ছেলে বন্ধু পরিচয় জাহাপুর কে কে একাডেমি শতবর্ষ অনুষ্ঠান আওয়ামিলীগ এর প্রভাব খাটিয়ে ১ কোটি টাকা হাতি নেন অনুষ্ঠান আয়োজন কমিটি সেজে। হাজী নাছির উদ্দীন আওয়ামিলীগ নেতা এলাকার মানুষকে  পুলিশ এর চাকরি দেওয়ার কথা বলে ও মানুষ এর কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ পাওয়া য়ায়। আওয়ামিলীগ নেতা নাছির উদ্দীন কলাকান্দি ইউনিয়ন এর কয়েটি হত্যা মামলা ও  তার পরামর্শ এ কয়েকটি হত্যা করার পরমর্শ দাতা হিসাবে পরিচিত লাভ করে। আওয়ামিলীগ নেতা নাছির উদ্দীন কলাকান্দি ইউনিয়ন এর নির্বাচন হাবিবুল্লাহ বাহার কে পরাজিত করার জন্য তখনকার সময় সন্রাসী বাহিনী মাধ্যমে ভোট কেটে  আওয়ামিলীগ নেতা ইব্রাহিম কে বিজয় করানো হয়। আওয়ামিলীগ নেতা নাছির গং রা  পুরা তিতাস উপজেলা সন্রাসী বাহিনী নামে পরিচিত লাভ করেন। তিতাস উপজেলা বিএনপির সমাবেশ ও জামায়েত নেতাদের উপর হামলার নির্দেশ দাতা হিসাবে পরিচিত লাভ করে তিতাস উপজেলা।
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে টাকা দায়ের ও মানুষ এর জোর জুলুম করে সম্পত্তি দখল সহ করা ছিলো নাছির উদ্দীন এর নেশা। অবৈধ কালো টাকা পাহাড় করে বসুন্ধরা মার্কেট এ কয়েক কোটি টাকার ২ টি দোকান তৈরি করেন। ২৪ শে গনঅভ্যুত্থানে আওয়ামিলীগ নেতা হাজী নাছির উদ্দীন নির্দেশ এ তিতাস উপজেলা ছাত্র জনতার উপর গুলির চালিয়েছে পুলিশ। ৪ ও ৫ আগস্ট  নাছির উদ্দীন কলাকান্দি ইউনিয়ন সহ পাশের উপজেলা মুরাদনগরের ছাত্র জনতার উপর গুলির ও বোমা ও অগ্নি অস্ত্র নেতাকর্মীদের নিদর্শ দাতা হিসাবে অভিযোগ পাওয়া যায়।