কুষ্টিয়া ভেড়ামারায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সাথী ফুড পার্ক। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫ আরিফুল ইসলাম।। কুষ্টিয়া ভেড়ামারায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে সুনামধন্য সাথী ফুড পার্ক। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার রাত ১১টার সময় ফাইনাল খেলা ও শেষে পুরস্কার বিতরণর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টের এর ফাইনাল খেলায় সাথী ফুড পার্কের ১ ও ২ নামে ২টি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, উভয় দল বিদেশী খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে সাথী ফুড পার্ক। সাথী ফুড পার্ক-১ এর পক্ষে খেলেন ইন্দোনেশিয়া থেকে আগত খেলোয়াড় মোহাম্মদ আল ফাউজান হাম্বা ও রিয়ান চানা পারো এবং সাথী ফুড পার্ক-২ এর পক্ষে খেলেন একই দেশের খেলোয়াড় দ্রেনেজ ও গোফার। সাথী ফুড পার্ক-১ দলটি ২-১ সেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। উক্ত ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাথী ফুড পার্ক এর সত্তাধিকারী আনোয়ার হোসেন প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: