কেন্দুয়ায় ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতি ও শিক্ষা ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতি ও শিক্ষা ট্রাস্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান ২০২৪ খ্রি: অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৫ ফেব্রুয়ারী ) সকালে ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির কার্যনির্বাহী পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য রায়হান মিয়ার সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে ধানের শীষের অন্যতম মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহবুব, সদস্য মোঃ সিয়াম, বৃত্তি প্রদান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক এরশাদুল ইসলাম (সৈকত), কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঁইয়া প্রমুখ । শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, রাজনীতিক, ব্যবসায়ী ও অন্যান্য সরকারি কর্মকর্তা – কর্মচারী হাওয়ার আগে মানুষ হতে হবে । দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে । উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমি দুটি জায়গায় অনেক বেশি স্বস্তিবোধ করি । প্রথমটি হচ্ছে উপসনালয় ও দ্বিতীয়টি হলো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা বিষয়ক কোন কর্মশালা । সবশেষ উক্ত অনুষ্ঠানে মোট ৪৯টি হাই স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী ৪৯ জন কৃতিশিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান, সনদ ও দুপুরের খাবার বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুখলেছুর রহমান বাঙালী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, চায়না কোম্পানি সিএমজেড এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোঃ সারোয়ার জাহান চৌধুরী পলাশসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: