নাসিরনগরে স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
আশিকুর রহমান চৌধুরী পনি ।।
বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নজরুল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত।
আজ (বুধবার) সকাল ১১ টায় নাসিরনগর সরকারি কলেজ গেইট থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর কেন্দ্রীয় শহীদ মিনার গনিিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মিয়া, সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দুলাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তৌহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান পনি, সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ভূইয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক  রনি ভূইয়া, সবুজ মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফ, গোকর্ণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, ভলাকুট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হালিম মিয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সাংগঠনিক সম্পাদক ইয়াছিন চৌধুরী।