আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ নিচ্ছেন রাজশাহী কলেজের মেয়ে শিক্ষার্থীরা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ মোঃ নিরব হাসান ইব্রাহিম।। “আত্মবিশ্বাসে আত্নরক্ষা” অঙ্গিকারকে ধারণ করে রাজশাহী কলেজের নারী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ইভটিজিং, যৌন হয়রানি, ছিনতাই ও নির্যাতন মোকাবিলায় বিশেষ আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়নের প্রশিক্ষণ। বর্তমান বাংলাদেশে মেয়েদের প্রতি অত্যাচার, খুন-গুম এসব প্রায় নিত্যনতুন ঘটনা। সকাল হলেই পত্রিকার কলামে কিনবা টেলিভিশনের শিরোনামে থাকেই গুম, খুন, হত্যা ও যৌন হয়রানির নিউজ। অমানুষিক কালো আত্মার হাত থেকে রক্ষা পায়না ৫ বছরের শিশু কন্যারাও। তাই নারীর সচেতনতা গড়ে তুলতে ও আত্মরক্ষায় আত্মনির্ভরশীল হতে রাজশাহী কলেজের এই অভিনব উদ্যোগ। এতে অংশ নিয়েছেন রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক ছাত্রী। গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক শাখা বহ্নিশিখার কার্যক্রমের আওতায় বলিয়ান নারী সৃষ্টির লক্ষ্যে সাত দিনব্যাপী এমন ব্যতিক্রমী প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে রাজশাহী কলেজ গ্রীন ভয়েসের অঙ্গ সংগঠন বহ্নিশিখা । গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সামনে শুরু হয়েছে আত্মরক্ষার কৌশল শেখানোর এই প্রশিক্ষণ। আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেষ হবে এই প্রশিক্ষণ। এছাড়াও সংগঠনটি সারা বছর নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নের বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রশিক্ষণে অংশ নেওয়া বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিদা হাসান বলেন, এই প্রশিক্ষণ আমাদের দৈনন্দিন চলার পথে ইভটিজিং, ছিনতাই ও নির্যাতনের মতো অসামাজিক কাজ প্রতিরোধে সহযোগী হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আত্মরক্ষার কৌশল ও নিজেদের আত্মবিশ্বাস উন্নয়ন করতে পারতেছি। মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিনতে সরকার বলেন, এ ধরনের আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ আমাদের আত্মবিশ্বাস কে দৃঢ় ও সুদূর করবে এবং আমরা বিভিন্ন প্রতিকূল মুহূর্তে নিজেদের সাহসিকতার পরিচয় দিতে পারবো। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষক মরিয়ম বেগম বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আত্মরক্ষার বিষয়ে বিভিন্ন কৌশল আয়ত্ত করানো হচ্ছে। এই কৌশল আয়ত্তে পরবর্তীতে বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলায় মেয়েদের মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হতে সহায়তা করবে। এছাড়াও এই কৌশল আয়ত্তের মাধ্যমে অংশগ্রহণকারী মেয়েরা নিজেদের সুস্বাস্থ্য ও সুঠাম দেহ গঠনে ব্যায়ামের বিভিন্ন কলাকৌশল শিখতে পারবে। গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি ও বহ্নিশিখার আহ্বায়ক রাবেয়া খাতুন বলেন, আমাদের লক্ষ্য মেয়েদেরকে আত্মশক্তিতে বলিয়ান করে তোলা। মেয়েরা যদি আত্মরক্ষার বিভিন্ন কৌশল জানে তাহলে প্রতিকূল মুহূর্তে তাদের মনোবল অনেকগুণ বেড়ে যাবে। এছাড়াও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ইভটিজিং এর মতো সামাজিক ব্যাধি নির্মূলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SHARES সারা বাংলা বিষয়: