গোপালপুরের আজিমনগর স্টেশনের রেলগেটে কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত ৩ জন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫ মোঃশাহ্ জালাল মাসিম।। আজিজনগর স্টেশনের রেলগেটে ক্রসিংয়ে ট্রেন চলাচলের জন্য গেট বন্ধকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (১১ ই মার্চ ২০২৫খ্রিঃ) দুপুর ১২ টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে গোপালপুর পৌরসভার আব্দুর রাজ্জাকের সন্তান আতিক (৪৮), রেজাউলের সন্তান কাজল (৩১) ও কেশবপুর গ্রামের রাসেলের কথা জানা যায়। এ ঘটনার সূত্রপাত গতকাল রাত ৮ টার দিকে রেল ক্রসিং গেট বন্ধ রাখাকে কেন্দ্র করে কেশবপুর গ্রাম নিবাসী মোঃ ভাদুর ছেলে জিয়াউর রহমানের সাথপ আতিক হোসেন ও কাজলের বাক-বিতন্ডা হয়। এ নিয়ে আজ দুপুর ১২টার পর পুনরায় তারা বাক-বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে SHARES সারা বাংলা বিষয়: