সেবার আলো সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু।।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সেবার আলো’র উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সমাগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নে কড়ৈতলী সরকারি প্রাথমিক বিদ্যালের মাঠে ১৫০ জন হতদরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম বলেন, আমরা গত এক বছরে হতদরিদ্র, অসহায়, এতিম ও নিস্ব পরিবার গুলোর মাঝে বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছি, নতুন হিসেবে চেষ্টা করতেছি সবার মাঝে সহযোগিতা পৌছে দেওয়ার। আমাদের কর্মসূচীর মধ্যে রয়েছে, নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান, অসহায় পরিবারে বিবাহের অর্থ প্রদান, বন্যাকালিন সহযোগিতা, বন্যা পরবর্তীসময়ে সহযোগিতা, ঘর নির্মাণ, টয়লেট নির্মাণসহ আরো অন্যান্য সহযোগিতা। আমাদের ফান্ডে সহযোগিতা সবচেয়ে বড় অবধান প্রবাসী ও ব্যবসায়ীদের। রমজানে প্রথম ধাঁপে ১৫০ জনকে ইফতার সামগ্রী দিয়েছি। এধারা অব্যাহত রাখবো, সকলের সহযোগিতা নিয়ে এসকল মানুষের পাশে দাঁড়াবো, ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, সেবার আলো সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক তারেক মনোয়ার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হৃদয়, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য, আল-আমিন, সজিব, রাসেল, আবুসুফিয়ান, সোহাগ ভূঁইয়া, জুয়েল, ফরিদ দর্জি, তাজবি, রিয়াদ, মো. হোসেন, প্রমূখ।