ঈশ্বরগঞ্জে সন্ধ্যায় অলি-গলিতে চায়ের দোকানে, বিভিন্ন মোড়ে ব্যাপকহারে বেড়েছে অনলাইন জুয়া দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ রবিন ঈশ্বরগঞ্জ।। প্রতিনিধি ঈশ্বরগঞ্জ অনলাইন জুয়ায় কিশোর ও যুবসমাজ আসক্ত হয়ে পড়ছে। স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে হাজারো যুবক এ খেলায় মেতে উঠে। এতে দেশীয় অর্থ পাচারের পাশাপাশি পরিবার ও সমাজে নানা অপরাধমূলক ঘটনা দিন দিন বাড়ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। কিছুতেই যেন এ আসক্ত থেকে ফিরিয়ে নিতে পারছে না তাদের সন্তানদের। ঈশ্বরগঞ্জ সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি উপজেলার গ্রামে বাজারে বিভিন্ন পাড়া মহল্লার অলি-গলিতে চায়ের দোকান, বিভিন্ন মোড়ে এমনকি রাস্তার পাশের ফাঁকা জায়গাও গরম থাকে এ জুয়ায়। এলাকার উঠতি যুবকেরা জুয়ায় আসক্ত হয়ে পড়ায় অভিভাবকরা আছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। কারণ, জুয়ার টাকা জোগাতে অনেকে পরিবারের পকেট কাটছে, আবার অনেকে চুরির মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। অনেক সময় জুয়ার টাকা জোগাড় করতে খুন-খারাপির পথও বেছে নেয় তারা।লাখ লাখ টাকার মালিক হওয়ার স্বপ্নে মেতে উঠে নিজেরা ধ্বংস হচ্ছে!অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক! SHARES সারা বাংলা বিষয়: