কোটি টাকা ব্যয়ে নির্মিত রূপসদী মধ্য পূর্ব পাড়া জামে মসজিদ আশুলিয়া রোডে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ রিপন মিয়া সরকার।। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় রূপসদী গ্রামে আশুলিয়া রোডে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন রূপসদী মধ্য পূর্বপাড়া জামে মসজিদ। প্রতিষ্ঠাতা হাজী আক্কাস বেপারী সাহেব। পবিত্র মাহে রমজান মাসে উদ্বোধন করেছেন রূপসদী মধ্য পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ দ্বীনী লাভের জন্য অনেক পরিশ্রমের মাধ্যমে নির্মাণ করেছেন জামে মসজিদ আশুলিয়া রোডে, দেখতে দৃষ্টিনন্দনকারী এ মসজিদ নির্মাণ করতে সময় লেগেছে প্রায় এক বছর। এই মসজিদ নির্মাণের মাধ্যমে শতশত মুসল্লিদের নামাজ পড়ার জন্য এবং সকাল বেলা বাচ্চাদের মক্তবে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণের জন্য সুন্দর এক পরিবেশ সৃষ্টি করেছেন তিনি। রূপসদী মধ্য পূর্বপাড়া জামে মসজিদ আজকে পবিত্র জুম্মার দিনে উদ্বোধন করেন উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আক্কাস বেপারী সাহেব। তিনি জায়গাটির নামকরণ করেছেন আশুলিয়া রোড নামে। উক্ত মসজিদটি প্রতিষ্ঠিত করেছেন। যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে। রূপসদী মধ্য পূর্ব পাড়া জামে মসজিদ নামে উক্ত মসজিদটি পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে। মসজিদটি দেখতে দৃষ্টিনন্দনকারী ভিতরের পরিবেশ খুবই সুন্দর ব্যবহার করেছেন মার্বেল পাথর। মসজিদটিতে উন্নত মানের লাইটিং এর ব্যবস্থাও করা হয়েছে, যা সবার দৃষ্টিতে পড়বে এবং দেওয়ালের ডেকোরেশনগুলো খুবই সুন্দর পরিপাটি। উক্ত মসজিদটি আশুলিয়া রোডের সাথে হওয়াতে দেখতে খুবই সুন্দর অনেক মানুষ মসজিদটি এক নজর দেখার জন্য অনেক মানুষের আসা- যাওয়া। প্রতিষ্ঠাতা হাজী আক্কাস বেপারী সাহেব হলেন, রূপসদী গ্রামের বিশিষ্ট প্রবীণ ব্যক্তিত্ব ও শিল্পপতি । এখনো মসজিদটিতে কিছু কাজ বাকি রয়েছে, মাহে রমজান কে গিরে উদ্বোধন করে দিয়েছেন মুসল্লিদের সুবিধার্থে। SHARES সারা বাংলা বিষয়: