উৎসব উদ্দিপনার মধ্যে দিয়ে কালীগঞ্জে দোল উৎসব পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

শ্যামল কুমার মন্ডল।।

উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে হিন্দু ধর্মের রাধা কৃষ্ণের লীলা উৎসব হোলি। হিন্দু ধর্মের প্রাচীন প্রথা অনুযায়ী এটিকে দোল উৎসব বলে আখ্যায়িত করা হয়। এ দিনে রাধা ও কৃষ্ণ রং খেলার মেতে উঠতো। সারা পৃথিবীকে মিলবন্ধনে আবদ্ধ করার এটি একটি অন্যতম দিন বলে মনে করেন কিন্তু ধর্মের প্রচারক গন। দোল উপলক্ষে সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয়েছে কালীগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামে। পুরাতন জমিদার বাড়ির ঐতিহ্য স্বরূপ প্রতিবছর নানাবিধ কার্যের মাধ্যমে তারা উদযাপন করে এই দিনটিকে ফতেপুর গ্রামের ঐতিহ্যবাহী মন্ডলপাড়া কালীমন্দিরে ও পালিত হয়েছে। সকালে রাধাকৃষ্ণের ঝুলোন দেয়া, পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শেষ করেছে। এছাড়া জয়পত্রকাটি, নলতা, তারালী সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় পালনের খবর পাওয়া গেছে। হিন্দুরা মনে করে এই উৎসবের মাধ্যমে দেশে গড়ে উঠবে সম্প্রীতির বন্ধন।গ্রামে গ্রামে দেখা যাবে মানবতার জয়গান। আগামী দিনগুলো ভোরে উঠবে সুখে শান্তিতে।