ভাঙ্গায় রেলের ধাক্কায় যুবকের মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ মোঃ রিপন শেখ ভাঙ্গা।। ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে সুন্দরবন এক্সপ্রেস নামের রেলের ধাক্কায় রনি শেখ(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মৃত মোস্তফা শেখের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা আতাদী মৎস্যু মাছে আড়তে কাজ করে কাজ শেষ করে সকালে সাড়ে আটার দিকে রেললাইনে উপরে তিনি ঘুরতে যায় এবং এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধা্ক্কা দিলে রনি শেখ ঘটনাস্থলে এর মৃত্যু হয়। রেলওয়ে থানার উপ-পরিদর্শক সাকুর জানান, ঢাকা থেকে খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস টি আজ সকালে ভাঙ্গা অতিক্রম করার সময় ভাঙ্গা পৌরসভার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। লাশটি উদ্ধার করে আইনি পরীক্ষা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: