রাজশাহীতে পল্লী চিকিৎসা ও ফার্মেসি প্রশিক্ষণের বিশ্বস্ত ও জনপ্রিয় প্রতিষ্ঠান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫ রাজশাহীর বর্ণালীমোড়,ইন্ডিয়ান ভিসা অফিসের পিছনে“প্রশিক্ষণই জীবনের গড়ন” স্লোগানে পরিচালিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান দীর্ঘ ১৩ বছর ধরে পল্লী চিকিৎসা, ফার্মেসি ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে আসছে। এই প্রতিষ্ঠানে নিচের কোর্সগুলো পরিচালিত হয়: ফার্মেসি কোর্স – ৬ মাস পল্লী চিকিৎসক (LMF) কোর্স – ৬ মাস ডেন্টাল (DDT) কোর্স – ১ বছর জুনিয়র নার্সিং কোর্স – ১ বছর ল্যাব টেকনোলজি (LTT) – ১ বছর প্যারা-মেডিকেল (CPM) – ১ বছর DMS/DMAকোর্স – ১ বছর MCH বিশেষ কোর্স – ৩ ও ৬ মাস প্রত্যেক কোর্সের শেষে অনলাইন যাচাইযোগ্য সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্য হলো— ইন্টার্নশিপের ব্যবস্থা, ইনট্রান্স ও ফাইনাল পরীক্ষা, হাতে-কলমে ক্লাস, রোগীর প্রেসক্রিপশন বোঝা, ইনজেকশন, স্যালাইন, ব্যান্ডেজ, রিপোর্ট বোঝা ইত্যাদি শেখানো। ভর্তির সময়: প্রতি শুক্রবার ও শনিবার (সকাল/সন্ধ্যা ব্যাচ) অবস্থান: বর্ণালি মোড়, ইন্ডিয়ান ভিসা অফিসের পেছনে, রাজশাহী যোগাযোগ: ০১৮৯৪-৬৯৯৭৫০ প্রতিষ্ঠানটির অনেক প্রশিক্ষণার্থী বর্তমানে দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন।এবং রাজশাহী তে এক মাত্র প্রতিষ্ঠান যেটি সরাসরি ঢাকা থেকে পরিচালিত হয়। একজন প্রশিক্ষর্থী কোর্স সম্পর্কে জানান-রাজশাহীর আরো অনেক প্রতিষ্ঠানে ক্লাস করে দেখে এখানেই ভর্তির সিদ্ধান্ত নেন।তার মতে রাজশাহীর সেরা প্রতিষ্ঠান এটি। কোর্স সিলেবাসের চেয়ে আরো বেশি শিখিয়ে থাকে,এবং প্রতিটি ক্লাস অসম্ভব সুন্দর হয়ে থাকেন। SHARES সারা বাংলা বিষয়: