নাসিরনগর বিস্ফোরণ মামলায় মামলাবাজ রুবেল চেয়ারম্যান গ্রেপ্তার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে ভলাকুট গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনু মিয়ার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারকৃত রুবেল চেয়ারম্যান সাবেক আওয়ামী লীগের এমপি ফরহাদ হোসেন সংগ্রামের সহযোগী ছিলেন এবং নাসিরনগর গায়েবি মামলার মাস্টারমাইন্ড ছিলেন, নাসিরনগর মামলাবাজ চাঁদাবাজ রুবেল হিসাবেই তাঁকে চিনে সবাই নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল আলম বলেন, ‘রুবেল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ SHARES সারা বাংলা বিষয়: