নাটোরের ইফতেখার শাওন কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫ মোঃশাহ্ জালাল মাসিম।। জুলাইয়ে ফ্যাসিষ্ট সরকারের এক দফা এক দাবীর সরকার পতনের আন্দোলনে নাটোরে নেতৃত্বদাকারী সম্মুখ যোদ্ধা ইফতেখার শাওনকে জতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য পদে সংগঠক হিসাবে তালিকা অনুমোদন ও প্রকাশিত হয়েছে। তাঁকে কেন্দ্রীয় কমিটি মুল্যায়ন করায় নাটোরবাসীদের মধ্যে তাঁর সহযোদ্ধাসহ অনেকে তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে । এন সি পি ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেত্রীবৃন্দ নাটোরের সাহসী সন্তান ইফতেখার শাওনকে দায়িত্ব অর্পণ করে, যাতে তার তাঁর সাহসী নেতৃত্বে নাটোর জেলাশ একটি এনসিপির উইং যুবশক্তির শক্তিশালী সংগঠন গড়ে উঠে।নবনির্বাচিত আহ্বায়ক কমিটি তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করে জাতীয় যুবশক্তিকে দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলার প্রত্যাশা ব্যক্ত করে। শুক্রবার (১৬ মে ২০২৫ খ্রিঃ) ঢাকার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে এনসিপির যুব উইং “যুবশক্তির ” আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত আহ্বায়ক কমিটিতে ইফতেখার শাওনের নাম ঘোষণা করা হয়। ১৭ মে রোজ শনিবার এনসিপির ভেরিফাইড পেজে আহ্বায়ক এ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: