শ্যামনগরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন ডিসি মোস্তাক আহমেদ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ ।। সাতক্ষীরার শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ১৭ মে (শনিবার) উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে উপজেলা ক্যাম্পাসে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিয়ারাজ হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব ছামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল প্রমূখ। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সহ সকলেই মেলার স্টল গুলো পরিদর্শন করেন। উপকূলীয় এলাকায় কৃষি সম্ভবনা আরো গতিশীল করতে ৩ দিন ব্যাপী এ মেলা বিশেষ গুরুত্ব বহন করে। SHARES সারা বাংলা বিষয়: