শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডে শ্রীমঙ্গল থানা পুলিশের চেক পোস্ট দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫ Exif_JPEG_420 মোঃ ছায়েদ আলী ।। অদ্য-(২১ জুন ২০২৫ইং) রোজ শনিবার সন্ধা ৬ঘটিকায় সময় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ সুরমা ভেলি পুল সংলগ্ন শ্রীমঙ্গল থানা পুলিশের চেক পোস্ট বসানো হয় , চেক পোস্ট পরিচালনা করেন এসআই মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ, চেকপোষ্টে ব্যাটারী চালিত মিশুক রিক্সা টমটম ডাইভারদের তথ্য হালনাগাদ করা হয়, এসআই মহিবুর রহমান জানান, চুরি ডাকাতি ছিনতাই সহ, সচেতন থাকতে এই চেক পোস্ট পরিচালনা করা হয়, সাধারণ মানুষ ও এলাকাবাসী বললেন, এই চেক পোস্ট পরিচালনা করায় অনেক ভালো হয়েছে, ও স্থানীয় লোকদের পাশাপাশি বিভিন্ন জেলার মানুষ, শ্রীমঙ্গল আসে এবং,শ্রীমঙ্গলে ব্যাটারি চালিত রিক্সা চালায়, তথ্য হালনাগাদ করা প্রয়োজন মনে করি আমরা , শ্রীমঙ্গল থানা পুলিশ এই উদ্যোগ নিয়েছে ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল থানা পুলিশকে , শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কে এই চেক পোস্ট পরিচালনা করা হয়, উপস্থিত রয়েছেন এলাকার সাধারণ মানুষও স্থানীয় এলাকা বাসী প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: