বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫
মোঃ ছায়েদ আলী ।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  বরুনা হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ক্যাম্পেইন রোগ নির্ণয়, ছানি অপারেশন ও ফ্রী চশমা বিতরণ করা হয়।
অদ্য-রোজ রবিবার (২২ জুন ২০২৫ ইং) সকাল ৯ ঘটিকা হইতে দুপুর  ২ ঘটিকা পর্যন্ত, বরুনা হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রী চক্ষু  চিকিৎসা অনুষ্ঠিত হয়।
 আয়োজনে মানবসেবা ফ্রী মেডিকেল ক্যাম্প টিম, ইস্পাহানী ইসলামিয়া, চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায়, মোট ২৩৭ জন রোগীর কে ফ্রী চক্ষু সেবা প্রদান করা হয়,
 এর মধ্যে ৫০ জন রোগীকে ফ্রী চশমা প্রদান করা হয়, ও ৫০ জনকে রোগীকে ফ্রী ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়,
 ইস্পাহানী ইসলামীয়া চুক্ষ হাসপাতালের অরগানাইজার আশিক সরকারের তত্ত্বাবধানে ও ইস্পাহানী চক্ষু হাসপাতালে অভিজ্ঞ চক্ষু সার্জন দ্বারা রোগীদের চিকিৎসা প্রদান করেন, এলাকা বাসী বললেন, আমরা অসহায় গরিব মানুষ। টাকার অভাবে চিকিৎসা করাতে  পারছি না, শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় ও মানবসেবা মেডিকেল ক্যাম্প এর আয়োজনে, আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, এবং সকল সেচ্ছাসেবীদের জন্য, আমার দোয়া করি, তারা যেন মানবিক সেবা করতে পারে, আলহামদুলিল্লাহ আমরা বিনামূল্যে  চিকিৎসা পেয়েছি।