কয়রায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতার মতবিনিময় সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
অরবিন্দ কুমার মণ্ডল ।।
খুলনার কয়রায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
৩০ জুন সোমবার সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আমি কয়রা- পাইকগাছার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করে এই এলাকার সার্বিক উন্নয়ন বিগত সময়ে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে বাধাগ্রস্থ হয়েছে। তাই এই এলাকার সার্বিক উন্নয়ন সঠিকভাবে করতে আপনাদের সাহসিকতার মাধ্যমে সঠিক, সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে তুলে ধরলে সঠিকভাবে কাজ করতে সুবিধা হবে। তিনি আরো বলেন, কয়রার এই উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ, স্লুইস গেট নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, খাল খনন, খেলা ধুলার প্রয়োজনীয় ব্যবস্থা ( ক্রীড়া সংস্থা), কোল্ডস্টোরেজ, মাদক নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কবর/ শ্মশান ঘাট নির্মাণ, কষাইখানার স্থান নির্ধারণ, জেলে- বাওয়ালীদের (মৎস্যজীবী), বিকল্প কর্মসংস্থান, বনদস্যু/ জলদস্যু নির্মূলে করণীয়, কৃষিখাতে উন্নয়ন, বিদ্যুত বিভ্রাটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ইকোপার্ক/ ইকো ট্যুরিজম নির্মাণ সহ জনকল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করছি।উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি শেখ কওছার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মণ্ডল, সাংগাঠনিক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, গীরেন্দ্র নাথ মণ্ডল, গাজী আব্দুস সালাম, শেখ মনিরুজ্জামান মনু, এইচএম শহিদুল্লাহ শাহিন, ইমতিয়াজ উদ্দিন, জিয়াউর রহমান ঝন্টু, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ তরিকুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ গোলাম রব্বানী, জিএম রিয়াজুল আকবর, মোঃ জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, আবু ওবায়দা,  মোঃ রবিউল ইসলাম, মল্লিক আব্দুর রউফ সহ কয়রার বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।