শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫
মোঃ রবিউল ইসলাম রতন।।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ১৩ জুলাই রোববার সন্ধ্যায় উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০), জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২) এবং একই গ্রামের ফয়জুল আলিম (১১)।
স্থানীয়রা জানান, তিন মাদ্রাসা শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে একটি মাইক্রোবাস এসে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা। দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি চালকসহ আটক করেছে স্থানীয় জনতা।
এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। একইসাথে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।