কয়রায অগ্রগতি সংস্থার পানি সংরক্ষনে ট্যাংকি স্থাপনের মালামাল বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। কয়রায অগ্রগতি সংস্থার উদ্যোগে ও নেটস বাংলাদেশের সহযোগীতায় কয়রা সদর, উত্তর বেদকাশী, আমাদী ও মহেশ্বরীপুর ইউনিয়নের ৩২০ পরিবাবের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনে ১ হাজার লিটার ধারন ক্ষমতার ট্যাংকি স্থাপনের মালামাল বিতরণ করা হয়েছে। ২০ জুলাই রবিবার সকাল ১০ টায় এই সকল মালামাল বিতরণ করা হয়। বিতরণকৃত মালামালের মধ্যে ছিল ইট, বালু, সিমেন্ট ও খোয়া। কয়রা সদর ও উত্তর বেদকাশী ইউনিয়নে বিতরণকালে উপস্থিত অগ্রগতি সংস্থার ইউনিট ম্যানেজার আঃ ছালাম, মাঠ সহায়ক মোরশেদ আলম, ফারহানা হোসেন। আমাদী ইউনিয়নে বিতরণকালে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রকল্প ম্যানেজার রিয়াজ আহমেদ, হিসাব রক্ষক নাজমুল হক নাজু, ইউপি সদস্য আঃ আজিজ সরদার, মাঠ সহায়ক মোঃ শাহিদুল ইসলাম প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: