শ্যামনগরে গবাদী প্রাণীর ভ্যাক্সিনেশন ক্যাম্পের

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫
মোঃ আরিফুজ্জামান আরিফ।।
শ্যামনগরে আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশের বাস্তবায়নে টু এড্রেস ক্লাইমেট জাস্টিস এন্ড জেন্ডার ডিসপারিটিস এর শ্যামনগর উপজেলা অফ সাতক্ষীরা ডিস্ট্রিক্ট (ফোরাম সিআইভি) প্রকল্প” এর আওতায় রবিবার(২০ জুলাই) সকাল ১০টায় সোনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গবাদি প্রাণীর ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রানীসম্পদ হাসপাতালের প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দীন, ভেটেরিনারী ফিল্ড অ্যাসিসট্যান্ট সুদীপ্ত বিশ্বাস, এছাড়াও একশনএইড বাংলাদেশের এলআরপি সমন্বয়কারী মো: আব্দুল কাইয়ুম ও প্রোগ্রাম অফিসার মো: সেলিম হোসেন, হাব কো-অর্ডিনেটর মো: আইছার আলী, সিএম গৌরব, হরিপদ সহ অন্যান্য স্টাফবৃন্দ। উক্ত গবাদি প্রাণীর ভ্যাক্সিনেশন ক্যাম্পের গরুর ক্ষুরা রোগের জন্য এফএমডি ও ছাগল, ভেড়ার জন্য পিপিআর রোগের বিনামূল্যে ভ্যাক্সিন প্রদান করা হয়।