মাছুম এয়ার ট্রাভেলস্’-এর শাখা উদ্বোধন হজ্ব ও ওমরা কার্যক্রমে আরও এক ধাপ এগিয়ে এনায়েতপুর দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫ এইচ এম হক চৌহালী।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এনায়েতপুরে বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত হজ্ব, ওমরা ও আন্তর্জাতিক ট্রাভেল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মাছুম এয়ার ট্রাভেলস্’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। হজ্ব লাইসেন্স নং-১০১২। গতকাল ১ আগস্ট শুক্রবার এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদে আয়োজিত এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘মাছুম এয়ার ট্রাভেলস্’-এর ঢাকা শাখার হজ্ব পরিচালক হাজি মোহাম্মদ মাছুম বিল্লা ও এনায়েতপুর শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক হাজি মোঃ এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর শাখার সহকারী পরিচালক জনাব মোঃ জহুরুল হক (জহির)। মাছুম এয়ার ট্রাভেলস্’-এর ঢাকা শাখার হজ্ব পরিচালক হাজি মোহাম্মদ মাছুম বিল্লা যিনি তার বক্তব্যে বলেন, “মাছুম এয়ার ট্রাভেলস্ হজ্ব ও ওমরার খেদমতে আন্তরিকতা ও বিশ্বস্ততার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। এনায়েতপুর শাখা খোলার ফলে এখানকার মানুষ খুব সহজেই প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবে।” বক্তারা বলেন, মাছুম এয়ার ট্রাভেলস্ দীর্ঘদিন ধরে দেশব্যাপী হজ্ব, ওমরা ও আন্তর্জাতিক ট্রাভেল সেবা সফলভাবে পরিচালনা করে আসছে। নতুন শাখার মাধ্যমে স্থানীয় মানুষজনের জন্য হজ্ব ও ওমরা কার্যক্রম আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। SHARES সারা বাংলা বিষয়: