বেলকুচির ধুকুরিয়াবেড়া জুলাই গণঅভ্যুথানে ৫ই আগষ্ট স্বৈরাচার পতন উপলক্ষে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
‎মনিরুল ইসলাম  ।। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫ নং ধুকুরিয়াবেড়া বাজার হতে সকাল ১০ ঘটিকার সময় এই গণ মিছিল শুরু হয়ে বেন্নাগাছি হয়ে মোড় নিয়ে প্রদিক্ষণ করে ধুকুরিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জমায়েত হয়। সেখানে গত স্বৈরাচারী সরকারের অত্যাচার নির্যাতন ও দুর্নীতির বিষয় গুলো তুলে ধরেন। বলা হয় শেখ হাসিনা সরকার গত সময় বিএনপির দলের নেতা কর্মীদের অমানবিক নির্যাতন মিথ্যা মামলা খুন গুম করেছে। আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানাই। এবং উক্ত গণ মিছিলে আওয়ামিলীগ দলের বিরুদ্ধে ডাইরেক একশন বলে স্লোগান ধ্বনিত হয়। এবং জুলাই আগষ্ট সকল আহত ও শহীদের প্রতি  শ্রোদ্ধা জানানো হয়। উক্ত গণমিছিল অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ বাবর আলী মেম্বার সাবেক সভাপতি ধুকুরিয়াবেড়া ইউনিয়ন। ইমতিয়াজ উদ্দিন আহবায়ক বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দল । নূরে আলম সদস্য বেলকুচি উপজেলা বিএনপি। মোঃ আঃ বারিক মেম্বার সাবেক সাধারন সম্পাদক ধুকুরিয়াবেড়া ইউনিয়ন শাখা। মোঃ রেজাউল করিম লালন, সাবেক যুগ্ন আহবায়ক বেলকুচি উপজেলা ছাত্রদল, হেলাল উদ্দিন আকন্দ সদস্য যুবদল বেলকুচি উপজেলা।  ইলিয়াস হোসেন সাবেক সহ-সভাপতি বেলকুচি উপজেলা ছাত্রদল।আব্দুর রাজ্জাক আহবায়ক যুবদল ধুকুরিয়া বেড়া ইউনিয়ন। সহ ধুকুরিয়াবেড়ার সকল অঙ্গ সংগঠন নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।