কাহালু থানার অফিসার ইনচার্জ এ-র প্রত্যক্ষ নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ৭ জন জুয়ারু গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ মোঃ আবু সাঈদ।। ১০-০৮-২৫ তারিখ রোজ রবিবার বিকেল ০৫.০০ ঘটিকায় কাহালু থানাধীন ০২ নং কালাই ইউনিয়নের অন্তর্গত তিনদিঘী বাজারের পিছন থেকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় সাতজন জুয়ারু গ্রফতার। (১)আব্দুর রাজ্জাক পিতাঃমৃতঃআবুল সরদার (৫৫) (২)শহিদুল ইসলাম (৫৫)পিতাঃমৃতঃমমতাজ উদ্দিন (৩) আনোয়ার হোসেন (৪৫)পিতাঃ মজিবর রহমান তিনজনের সাংবড় ভাদাহার কাহালু বগুড়া (৪) আলী হাসান ভূট্ট(৪৫))পিতাঃ বসরাত আলী সাং পিলকুন্জ ফকির পাড়া (৫)আইন উদ্দিন (৫০)পিতাঃ মৃতঃ জাফর সাং ভাদাহার নয়াপাড় সকলের থানাঃ কাহালু (৬)ফরিদ উদ্দিন প্রাং(৪৫)পিতাঃমৃতঃ মইন উদিন প্রাং সকলের থানাঃ কাহালু ৭। মোঃ সাইফুল ইসলাম(৪৭) পিতাঃ মৃতঃ মিরাজ সোনার, উভয়ের সাং- খেঁওনী বীন্নাচাপর, উভয়ের থানাঃ শিবগঞ্জ, জেলাঃ বগুড়াদের গ্রেফতার করে কাহালু থানা হাজতে নেওয়া হয়। এ সংক্রান্তে জুয়া আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। SHARES সারা বাংলা বিষয়: