জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর আহ্বায়ক হলেন হুমায়ুন কবীর খান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়ায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর খান । হুমায়ুন কবীর খানের গ্রামের বাড়ি গড়াডোবা ইউনিয়নের পুবাইল-চন্দলাড়া । তাঁর বাবার নাম আব্দুর রাশিদ খান । মায়ের নাম রৌশনারা খাতুন । তিনি সান্দিকোনা স্কুল এন্ড কলেজের পড়াশোনার গন্ডি পেরিয়ে নেত্রকোণা সরকারি কলেজ থেকে ছাত্র জীবনের সমাপ্তি টানেন । জানা গেছে, গত শনিবার (৪ অক্টোবর) নেত্রকোণা জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সভাপতি হুমায়ুন আহমেদ অর্ক ও সাধারণ সম্পাদক চঞ্চল খান ইমন স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন করা হয় । উল্লেখ্য জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)’র একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আগামী ৩০ কার্য দিবসের মধ্যে উক্ত কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । SHARES সারা বাংলা বিষয়: