গোপালগঞ্জ -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তৌহিদুর রহমান তাজের মত বিনিময় সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
শেখ ফরিদ আহমেদ।।

গোপালগঞ্জ-২ সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শহরের সড়ক ভবনের সামনে অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় তৌহিদুর রহমান তাজ বলেন, “গোপালগঞ্জ-২ আসনের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করতে চাই। বিএনপি যদি আমাকে ধানের শীষ প্রতীক দেয়, তবে সকলের সহযোগিতায় আমরা বিজয় ছিনিয়ে এনে একটি সুখী, সমৃদ্ধ ও সুশাসিত সমাজ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন আমার প্রধান অঙ্গীকার। শিল্পের বিকাশে বিসিক শিল্পনগরী সচল করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। একই সঙ্গে বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করব।”
তাজ বলেন, “দুর্নীতিমুক্ত, সুশৃঙ্খল ও মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণই প্রকৃত শক্তি, আর তাদের পাশে থেকেই পরিবর্তনের সূচনা সম্ভব।”
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা তৌহিদুর রহমান তাজের রাজনৈতিক অঙ্গীকার ও পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রাখেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা তরুণ এই নেতার রাজনৈতিক ভিশন ও জনকল্যাণমুখী বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, তৌহিদুর রহমান তাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন।