কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
নাজমুলহুদা।।
নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
 এ উপলক্ষ্যে আজ (২৮ অক্টোবর )মঙ্গলবার দুপুর ১২ টায় কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান, প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়েছে।
উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটটি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলো।লক্ষ্য করা যায় কলমাকান্দা স্টেডিয়াম মাঠে কানায় কানায় পূর্ণ ছিলো যুবদল ও বিএনপির নেতাকর্মীদের দিয়ে।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মতিন, আনোয়ার হোসেন বাচ্চু, কলি আক্তার,  সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক নাজিম আহম্মেদ, দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির,  যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্মআহ্বায়ক, ইসতিয়াক হাসান সৌরভ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সংঘটনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।