কমলগঞ্জে বিজিব‘র উদ্যোগে সহস্রাধিক রোগীকে বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

এস.এম আবু রায়হান।। কমলগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬বিজিবি) এর উদ্যোগে উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা পরবর্তী সহস্রাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, (বিএসপি, পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, (বিএসপি, পিএসসি) ও সহকারি পরিচালক মো : জামাল হোসাইনসহ বিজিবি সদস্যরা।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, (বিএসপি, পিএসসি) বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে তরান্বিত করার লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি জোনের মেডিক্যাল অফিসার কর্তৃক বন্যা পরবর্তী ইসলামপুর ইউুিনয়নের সহস্রাধিক গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।