ঘটনায় না থেকেও হত্যা মামলার আসামি হলেন সাংবাদিক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪ মুহাম্মদ মহিউদ্দিন।গত সাড়ে তিন বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের প্রতিবাদ মিছিল করতে গিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের গুলিতে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাওলানা কাজী নজরুল ইসলাম নিহতের ঘটনায় দৈনিক মানবজমিন পত্রিকার চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি সহ ৪১ জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মামলাটি দায়ের করেন, পুলিশের গুলিতে নিহত হাফেজ মাওলানা কাজী নজরুল ইসলামে পিতা কাজী জাহাঙ্গীর হোসেন।জানা যায়, ঘটনার পর হাটহাজারী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিল সাংবাদিক মোঃ আবু শাহেদ। তিনি এ ঘটনার সাথে জড়িত না থেকেও তাকে মামলা করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলো নিন্দা জানিয়েছেন। এবং অনতি বিলম্বে মোঃ আবু শাহেদ এরবিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহারের জন্য জোর দাবি জানাই। SHARES সারা বাংলা বিষয়: