কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও আলোচনা সভা । দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪ কোহিনূর আলম।। গত ১৫ বছরে বিশেষ করে ‘২৪ গণঅভ্যুত্থানে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় ছাত্রদলের উদ্যোগে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রায়হান ফকির সাকিব ও কেন্দুয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত আরিফের নেতৃত্বে এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মিছিলটি কেন্দুয়া পৌর ভবন ও কেন্দুয়া প্রেসক্লাবের সম্মুখে শুরু হয়ে সাউদপাড়া মোড় ও ধানপট্টী হয়ে অগ্রণী ব্যাংক সংলগ্ন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের ব্যাবসায়িক ও রাজনৈতিক কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয় । নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হোসেন রিয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রায়হান ফকির সাকিব ও কেন্দুয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত আরিফ । তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, পলাতক ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিলো । বিশেষ করে ছাত্রলীগ বিগত সময়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে যে হত্যা ও গুম করেছিলো তাই বর্তমান সরকার নিষিদ্ধ করেছে । এ জন্যে সরকারকে আমারা আনন্দ ও আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই । তিনি আরো বলেন, ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, এর সন্ত্রাসী নেতা-কর্মীদেরকে বিচারের আওতায় আনা জরুরি ।এ সময় উপস্থিত ছিলেন, বলাইশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিজয় তালুকদার ফারুক , সাবেক ছাত্রনেতা রবিন, সজিব, মোঃ পারভেজসহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী । SHARES সারা বাংলা বিষয়: