বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় ও ৩১ দফার লিফলেট বিতরণ ‎

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
আরাফাত আলিফ ।।
‎নওগাঁর রাণীনগর উপজেলার বড়খোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় শেষে জালালাবাদ, মিঠাপুর বাজার ও জামালপুর বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ।
‎রবিবার (২৬ অক্টোবর) রাণীনগর উপজেলার বড়খোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় শেষে জালালাবাদ, মিঠাপুর ও জামালপুর বাজারে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সংসদীয়-৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু। গণ সংযোগ শেষে এক পথ সভায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে ৩১ দফার আলোকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
‎এসময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা আত্রাই-রানীনগরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে  দেওয়ায় আমার বর্তমান লক্ষ্য। আমি আত্রাই-রাণীনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি স্কুল, কলেজ, গ্রাম-মহল্লা, হাট-বাজারে মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সন্তুষ্ট হয়ে যাকে মনোনয়ন দিবেন আমরা তাঁকে সামনে রেখেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা ব্যক্তিগত প্রচারণা বাদ দিয়ে দলীয় প্রচারণায় মনোযোগ দিব কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশ ও দলের জন্য কাজ করবো এবং ধানের শীষের বীজয় সুনিশ্চিত করবো আর এটাই আমাদের একমাত্র প্রধান লক্ষ্য। অতীতের স্মৃতি চারণ করে  উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকার প্রতিটি অঞ্চলের সাথে মিশে আছে আমার আবেগ, আমার ভালোবাসা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমি এই এলাকাতেই মুক্তিযুদ্ধ করেছি। আপনাদের নিশ্চয় জানা আছে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত আছি। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ৪টি সংসদ নির্বাচন আমি পরিচালনা করেছি এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে আমি নিজেই অংশগ্রহণ করেছি। বিভিন্ন কারচুপির মাধ্যমে সে নির্বাচনে অল্প কিছু ভোটে আমাকে পরাজিত করা হয়েছিল। যার প্রতিবাদ কেন্দ্রীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি জানিয়েছিলাম। তিনি আরও বলেন এই এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ সহ যতগুলো অবকাঠামো আছে তার সবগুলোই বিএনপি সরকারের আমলে করা হয়েছে। আপনারা আবারও ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে জননেতা জনাব তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সারা দেশের ন্যায় এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করবেন ইন-শা-আল্লাহ।এসময় ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আমরা সরকার গঠন করতে পারলে তরুণদের অগ্রাধিকার যেকোনো ক্ষেত্রে সর্বাধিক থাকবে। এই প্রত্যন্ত অঞ্চলে আমরা কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তরুনদের জনশক্তিতে রূপান্তরের ব্যবস্থা করবো। তিনি আরও বলেন তোমরাই এদেশের আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারি, তোমাদের হাতেই নির্ভর করবে এদেশের ভালোমন্দ। তাই আমি আশা করবো তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্যই হবে ইন-শা-আল্লাহ।”