ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪ ননীগোপাল বর্মন।। ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথেজেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন সভা কক্ষে জেলা প্রশাসক ইশরাতফারজানার সভাপতিত্বেঅনুষ্ঠিত জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা মতবিনিময় করেন। ঝিমিয়েপড়া সাংস্কৃতিক অঙ্গনকে বেগবান করতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেরপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাশক ইশরাত ফারজানা। তিনি সকলসাংস্কৃতিক সংগঠনের ঐক্যের ভিত্তিতে শহরের প্রাণকেন্দ্রে একটি উন্মুক্ত মঞ্চ তৈরীর কথাজানান। তিনি আরো জানান সবাই সহযোগিতা করলে শহর ও গ্রামাঞ্চলের সাংস্কৃতিরপুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।এসময় বক্তব্য রাখেন,আল্পনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি শফিকুল ইসলাম, জাসাসসভাপতি আনোয়ারুল ইসলাম বেলাল, হিন্দোল সংগীত বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম, জেলাউদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সাধারণ পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক মাসুদআহমেদ সূবর্ণ, কর্নেট সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল,শাহী বাউল গোষ্ঠীর সভাপতি আবু সাঈদ ভান্ডারী, নিশ্চিন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলমলিটন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি প্রত্যুষ চ্যাটার্জী, কুশ এর পরিচালক চন্দনা ঘোষ,তারুণ্য একাডেমীর পরিচালক প্রীতি গাঙ্গুলী, শাপলা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক জসিমউদ্দীন, আদিবাসী শিল্পীগোষ্ঠীর সভাপতি ডমিনিক তিগ্যা, গ্রপ থিয়েটার ফেডারেশনেরজেলা সদস্য নূরে আলম উজ্জল, বিশ্বভরা প্রাণ জেলা সভাপতি গোলাম সারোয়ার সট, বিভাগীয়লেখক পরিষদের সাধারণসম্পাদক রফিকুল ইসলাম রাফি, লোক নাট্য দলের নাট্যকার সচিন্দ্র নাথর্মন, টাঙ্গন নন্দিনী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি আফরোজা পারভীন রিকা, বাউল শিল্পী ছানোয়ার হোসেন ছানু প্রমূখ। SHARES সারা বাংলা বিষয়: