গুরুদাসপুরে পৈত্রিক ভিটা থেকে জোর করে উচ্ছেদের অভিযোগ উঠেছে সাবেক মেয়র ও তার পরিবারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

এস এম পারভেজ তালুকদার।। ২৫/১১/২৪ ইং, গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার মোঃ আফসার আলী মোল্লা পিতা মৃত বাছের আলী মোল্লা, গ্রাম চাঁচকৈড় বাজার পাড়া, তার নিজ পৈত্রিক  জমি নিয়ে অনেক দিন ধরে বিবাদ হয়ে আসছিল সাবেক মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা ও তার ভাই  শাহিনুর আলী মোল্লা, সহ আরও ৩ ভাইয়ের সঙ্গে, বাদী আফসার আলী বলেন, আমার মরহুম  পিতা বাছের আলী মোল্লা, কোন জমি বিক্রয় করেনি, আমার কাছে সকল জমির দলিল আছে, বিভিন্ন সময় এলাকার গণ্যমান্য  ব্যক্তিদের নিয়ে  অনেক বার বিষয় টি  জমির কাগজ দলিল বসেছি, কিন্তু তারা বিগত সরকারের আওয়ামী লীগের ক্ষমতাধর  ব্যক্তি  জন্য  কেউ ভয় করে এগিয়ে আসেনি, এমনকি কোন শালিক  উপস্থিত হয়ে যারা সালিশে উপস্থিত থাকেন  তাদের কে  অনেক  গালাগালি  ও ভয় ভীতি  দেখিয়ে তাড়িয়েদেন। এমন অবস্থায়  আমার পরিবারের স্ত্রী ও সন্তানের  বিভিন্ন সময় এলাকার রাস্তা ঘাটে চলাফেরা করতে গেলে হুমকি ধামকি দিয়ে আসছে সাবেক মেয়রের ভাইয়েরা , এমনও তো অবস্থায়  সালমা বেগম স্বামী মোঃ শাধীন আলী মোল্লা,  কয়েক দিন আগে আমার বসতবাড়ি সামনে এসে  অশ্লীলভাবে  আমার স্ত্রী সন্তান কে ভাষা খারাপ করে গালাগালি  ও মারার হুমকি দিয়ে যায় । এবিষয় টি অনেক কে জানিয়েছি, এমন কি আমার বাড়ির পৌর সভার আওতায়  সাপ্লাই পানির লাইন  বন্ধ করে দিয়েছে, পার্শ্ববর্তী  বাড়ি থেকে আমি আমার পরিবারের মানুষের পানি নিয়ে রান্না, নামাজের জন্য  ওজুর পানি গোসলের পানি  নিয়ে আসছিলাম কিন্তু  গত ৩ দিন আগে সালমা তাদেকেউ ভয় ভিতি দেখিয়ে বন্ধো করে দিয়েছে।  তাই আমি অসুস্থ কেন জায়গায় চলতে ফিরতে পারি বা আমার স্ত্রী  মোছাঃ মনেয়ারা বেগম( ৬০) আজ সকলে গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ  বরাবর  আমার স্ত্রী  অভিযোগ করেছে বাদী হয়ে, আমরা ন্যায় বিচার চাই আমাদের বাপ দাদার জমি থেকে আমার দখল কিত জমিথেকে আমার পরিবাকে উচ্ছেদের  যে চেষ্টা চলছে  এর জন্য  ন্যায় বিচার দাবি করছি।  এদিকে মোছাঃ মনোয়ারা বেগম বলেন আমরা  বাড়ি থাকতে পারছিনা সালমার ভয়ে সে গুরুদাসপুর উপজেলা ভূমি অফিসে চাকরি করে সেই  ক্ষমতা বলে  আমাদের উপর হুমকি দিয়ে চলছে,  গুরুদাসপুর  থানা অফিসার্স ইনচার্জ  মোঃ গোলাম সারোয়ার হোসেন বলেন আমরা অভিযোগ পেয়েছি , ঘটনাস্থল পরিদর্শনা করেছি , উভয় দুই পক্ষকেই  পরামর্শ প্রদান করেছি যে নিজের কাছে থাকা দলিল পত্র  নিয়ে বিজ্ঞ আদালতে  গিয়ে আবেদন করার জন্য  বিজ্ঞ আদালত  যে সিদ্ধান্ত নিবেন  এ সমস্যা সমাধান  বিজ্ঞ আদালতে দেবেন ।  আজ ভুক্তভোগী পরিবার   আজ চাঁচকৈড় বাজারের বাঁশ হাটা একটি বাড়িতে  সাংবাদিকদের নিয়ে সমাজ সম্মেলনের মাধ্যমে এসব কথা তুলে ধরেন।