চাটখিলে জনবল সংকটে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সহ শিক্ষা কার্যক্রম ব্যাহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
মোঃ হানিফ  ।। নোয়াখালী চাটখিলে জনবল সংকটে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সহ দাপ্তরিক কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে এই জনবল সংকটের কারণে শিক্ষার্থীরা সঠিক ভাবে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে শিক্ষকগণ তাদের বকেয়া বিল ভাতা যথাসময়ে পাচ্ছেন না।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১শ ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬টি প্রধান শিক্ষক ও ৭৩টি সহকারী শিক্ষক সহ মোট ১শত ৯ পদ শূন্য রয়েছে। ৩৬টি বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। এতে করে শিক্ষার্থীদের কে যথাযথ পাঠদান করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে অফিসে জনবল সংকটের কারণে শিক্ষকরা তাদের বিল ভাতা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। ৬জন উপজেলা সহকারী শিক্ষা অফিসারের মধ্যে মাত্র ২জন কর্মরত আছেন বাকি ৪টি পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। এতে করে এতোগুলো বিদ্যালয় নিয়মিত তদারকি করা ২জনের পক্ষে সম্ভব হয় না।এ ছাড়া অফিসে উচ্চমান সহকারী ১জন ও সহকারী ২জন এই তিনটি পদই শূন্য রয়েছে। একমাত্র হিসাব সহকারী ১জন দিয়ে পুরো অফিস পরিচালনা করা সম্ভব হচ্ছে না বিধায় শিক্ষকরা তাদের বিল ভাতা যাথ সময় না পেয়ে ভোগান্তিতে রয়েছে।চাটখিল উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নান এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে বার বার অবহিত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সহ শিক্ষক নেতৃবৃন্দ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।