শিবচরে জমি দখল ও অবৈধভাবে গাছ পালা কেটে নেওয়ার অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪ আব্দুল গাফফার রাকিব।।মাদারীপুরে শিবচর থানার নিলখী ইউনিয়নে অবৈধভাবে জমি দখল ও ১৯/১১/২০২৪ ইংতারিখে আব্দুস ছালাম মাতুব্বর এর রেকর্ড করা সম্পত্তি থেকে গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে শিবচরের নিলখী ইউনিয়নের নদীর বালু খেকো জালাল শিকদারের ছেলে কামাল শিকদার ও জামাল শিকদারের বিরুদ্ধে।স্হানীয় সুত্রে জানা গেছে অবৈধভাবে নদীর বালু খেকো জামাল শিকদার ও কামাল শিকদার দির্ঘদিন যাবৎ মানুষের জমি দখল ও মানুষের সম্পত্তি লুটপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।স্হানীয় মাতুব্বর গণ বলেন জামাল শিকদার ও কামাল শিকদার তারা মানুষের জমি দখল সহ সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। তাদের নিষেধ করা হলেও তারা বেপরোয়াভাবে চলাফেরা করে আসছে। তারা আরো বলেন জামাল শিকদার নদীর বালু কেটে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে সেই অবৈধ টাকা দিয়ে গুন্ডা ও মাস্তান ভাড়া করে নিরহ মানুষের জমি দখল করে আসছে।ভুক্তভোগী আব্দুস ছালাম মাতুব্বর বলেন আমার পিতা মোহাম্মাদ আজহার মাতুব্বর এর ক্রয় করা সম্পত্তির উপর কয়েকটি চাম্বুল গাছ লাগিয়েছিলাম প্রায় ২০ বছর পূর্বে। যা বাজার মূল্য প্রাই ৭০ হাজার টাকার পরিমাণ হবে। জামাল শিকদার ও কামাল শিকদার গুন্ডা-মাস্তান ভাড়া করে আমাকে হুমকি ধামকি দিয়ে জোরজবরদস্তি করে গাছ কেটে বিক্রি করেছে। স্হানীয় শালিশ রা বিচার করলে তা অমান্য করে আমার রেকর্ড করা সম্পত্তির উপর তারা কলা গাছ লাগিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আমরা দির্ঘ ৫০ বছর যাবৎ দেখে আসছি ভুক্তভোগী আব্দুস ছালাম মাতুব্বর ও তার ভাই কালাম মাতুব্বর তারা জমি চাষাবাদ করে আসছে কিন্তু জামাল ও কামাল শিকদার তারা দুই ভাই জোরপূর্বক তাদের গাছপালা কেটে নিয়ে জমিতে কলা গাছ লাগিয়ে দখল করার চেষ্টা করছে।শিবচর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব মোকতার হুসাইন বলেন ভুক্তভোগিরা আমার কাছে দরখাস্ত করেছে তদন্ত করে অভিযুক্ত কে আইনের আওতায় আনা হবে। SHARES সারা বাংলা বিষয়: