গাজীপুরে বনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০ কোটি টাকার জমি উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
কামাল হোসেন।।গাজীপুর সদর উপজেলায় বনের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ঘর-বাড়ি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার ভবানীপুর গুচ্ছগ্রাম থেকে শুরু করে দরগারচালার তেতুলতলা এলাকায় গিয়ে শেষ হয়।এই অভিযানে অবৈধভাবে নির্মিত ১০০টি ঘরবাড়ি উচ্ছেদ করে মোট ৩ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া, গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, এবং ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার। যৌথ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন অর্নব।এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, সাংবাদিক, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ জনপ্রতিনিধিরাও এই অভিযানে অংশ নেন।বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। দখলকৃত বনের জমি পুনরুদ্ধারে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।